Connect with us

অভিবাসন

যুক্তরাষ্ট্রে ঢুকতে অভিবাসীদের নদী পাড়ি

Published

on

সন্তান কোলে নিয়ে রশি ধরে নদী পাড়ি দিচ্ছেন অভিবাসনপ্রত্যাশী অভিভাবক। রিও গ্র্যান্ড নদী, মাতামোরোস, তামালুপাস, মেক্সিকো

করোনা সংক্রমণ ঠেকাতে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে এই বিধি জারি করা হয়েছিল। সম্প্রতি টাইটল–৪২ শীর্ষক সেই বিধি উঠে গেছে সম্প্রতি। এরপরই মেক্সিকোর বিভিন্ন সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছেন অবৈধ অভিবাসীরা। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী রিও গ্র্যান্ড ও রিও ব্রাভো নদী পার হয়ে ঝুঁকি নিয়ে অনেকে পরিবার–পরিজন নিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। তবে টাইটল–৪২ বিধি উঠে গেলেও অবৈধ অভিবাসন ঠেকাতে বাইডেন প্রশাসন নতুন বিধিনিষেধ আরোপ করছে। বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স থেকে ৯ মের ছবিগুলো নেওয়া হয়েছে।

মেক্সিকোর সিউদাদ জুয়ারেজ পার হয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস সীমান্তে এল পাসো সেক্টর এলাকায় অপেক্ষা করছেন অভিবাসীরা। রিও গ্র্যান্ডের তীর, টেক্সাস সীমান্ত, যুক্তরাষ্ট্র

মেক্সিকোর সিউদাদ জুয়ারেজ পার হয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস সীমান্তে এল পাসো সেক্টর এলাকায় অপেক্ষা করছেন অভিবাসীরা। রিও গ্র্যান্ডের তীর, টেক্সাস সীমান্ত, যুক্তরাষ্ট্র

ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশনের (সিপিবি) এক কর্মকর্তা ফটকের বাইরে এক অভিবাসীকে সহায়তা করছেন। টেক্সাস, যুক্তরাষ্ট্র

ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশনের (সিপিবি) এক কর্মকর্তা ফটকের বাইরে এক অভিবাসীকে সহায়তা করছেন। টেক্সাস, যুক্তরাষ্ট্র

পরিবার–পরিজন নিয়ে নদী পাড়ি দিচ্ছেন অভিবাসনপ্রত্যাশী মানুষ। রিও গ্র্যান্ড নদী, মাতামোরোস, তামালুপাস, মেক্সিকো

পরিবার–পরিজন নিয়ে নদী পাড়ি দিচ্ছেন অভিবাসনপ্রত্যাশী মানুষ। রিও গ্র্যান্ড নদী, মাতামোরোস, তামালুপাস, মেক্সিকো

রিও ব্রাভো নদী পার হয়ে যুক্তরাষ্ট্র সীমান্তে টহল পুলিশের কাছে যাচ্ছেন অভিবাসীরা। সিউদাদ জুয়ারেজ, মেক্সিকো

নদী পাড়ি দিয়ে তীরে উঠছেন অভিবাসনপ্রত্যাশী মানুষ। রিও গ্র্যান্ড নদী, মাতামোরোস, তামালুপাস, মেক্সিকো

রশি বেয়ে পানি থেকে রিও গ্র্যান্ড নদীর পাড়ে উঠছেন বেশ কয়েকজন অভিবাসনপ্রত্যাশী। মাতামোরোস, তামালুপাস, মেক্সিকো

রশি বেয়ে পানি থেকে রিও গ্র্যান্ড নদীর পাড়ে উঠছেন বেশ কয়েকজন অভিবাসনপ্রত্যাশী। মাতামোরোস, তামালুপাস, মেক্সিকো

যুক্তরাষ্ট্র–মেক্সিকো সীমান্তে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ মোকাবিলায় টাইটেল–৪২ নামে এই সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে। তিজুয়ানা, মেক্সিকো

যুক্তরাষ্ট্র–মেক্সিকো সীমান্তে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ মোকাবিলায় টাইটেল–৪২ নামে এই সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে। তিজুয়ানা, মেক্সিকো

মেক্সিকোর সিউদাদ জুয়ারেজ পার হয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস সীমান্তে এল পাসো সেক্টর এলাকায় অপেক্ষা করছেন অভিবাসীরা। রিও গ্র্যান্ডের তীর, টেক্সাস সীমান্ত, যুক্তরাষ্ট্র

মেক্সিকোর সিউদাদ জুয়ারেজ পার হয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস সীমান্তে এল পাসো সেক্টর এলাকায় অপেক্ষা করছেন অভিবাসীরা। রিও গ্র্যান্ডের তীর, টেক্সাস সীমান্ত, যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে প্রবেশের আশায় রিও গ্র্যান্ড নদীতে নামার অপেক্ষায় এক অভিবাসী। মাতামোরোস, তামালুপাস, মেক্সিকো

যুক্তরাষ্ট্রে প্রবেশের আশায় রিও গ্র্যান্ড নদীতে নামার অপেক্ষায় এক অভিবাসী। মাতামোরোস, তামালুপাস, মেক্সিকো

রিও গ্র্যান্ড নদী পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসের সীমান্তের দিকে যাচ্ছেন অভিবাসীরা। সিউদাদ জুয়ারেজ, মেক্সিকো

রিও গ্র্যান্ড নদী পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসের সীমান্তের দিকে যাচ্ছেন অভিবাসীরা। সিউদাদ জুয়ারেজ, মেক্সিকো

সন্তান কোলে নিয়ে রশি ধরে নদী পাড়ি দিচ্ছেন অভিবাসনপ্রত্যাশী অভিভাবক। রিও গ্র্যান্ড নদী, মাতামোরোস, তামালুপাস, মেক্সিকো

  • সন্তান কোলে নিয়ে রশি ধরে নদী পাড়ি দিচ্ছেন অভিবাসনপ্রত্যাশী অভিভাবক। রিও গ্র্যান্ড নদী, মাতামোরোস, তামালুপাস, মেক্সিকো

    সন্তান কোলে নিয়ে রশি ধরে নদী পাড়ি দিচ্ছেন অভিবাসনপ্রত্যাশী অভিভাবক। রিও গ্র্যান্ড নদী, মাতামোরোস, তামালুপাস, মেক্সিকো

  • সন্তান কোলে নিয়ে রশি ধরে নদী পাড়ি দিচ্ছেন অভিবাসনপ্রত্যাশী অভিভাবক। রিও গ্র্যান্ড নদী, মাতামোরোস, তামালুপাস, মেক্সিকো

অভিবাসন

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৭৭ অভিবাসী আটক

Published

on

মালয়েশিয়ার সড়ক পরিবহন বিভাগ (জেপিজে) এবং সহযোগী সংস্থার যৌথ অভিযানে বাংলাদেশিসহ ৩৭৭ জন বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে এ কথা জানান দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক রুসলিন বিন জুসোহ।

বিবৃতিতে তিনি বলেন, মালয়েশিয়ার সড়ক পরিবহন বিভাগের (জেপিজে) সঙ্গে যৌথভাবে পুত্রজায়া সড়কের আশপাশে এ অভিযান পরিচালনা করা হয়। মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট হেডকোয়ার্টার্স পুত্রজায়ার এনফোর্সমেন্ট ডিভিশন ও প্রিভেনশন এনফোর্সমেন্ট ডিভিশনের ১১০ জন ইমিগ্রেশন পুলিশ এবং পুত্রজায়ার জেপিজে হেডকোয়ার্টার্স থেকে বিভিন্ন পদমর্যাদার ৪০ জন জেপিজে অফিসার অভিযানে অংশ নেন।

অভিবাসন বিভাগের মহাপরিচালক বলেন, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে দেশটির কাজাং এবং বাঙ্গির দিক থেকে পুত্রজায়ায় প্রবেশের প্রধান সড়কে জেপিজে এবং ইমিগ্রেশন পুলিশের ২টি স্থানে চেকপয়েন্ট বসিয়ে বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বেশির ভাগই স্থানীয় আলম ফ্লোরা বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্ন কর্মীর কাজের  বাস যোগে বের হওয়ার চেষ্টা করছিলেন।

অভিযানে মোট ৬০০ জন অভিবাসীর কাগজপত্র যাচাই বাছাই করা হয়, তার মধ্যে ৩৭৭ জনের কাছে বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ২৫০ নারী ও ১২৭ জন পুরুষ রয়েছে। এদের মধ্যে বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছে। তাদের সবার বয়স ২৫ থেকে ৫৫ বছরের মধ্যে।

আটক অভিবাসীরা অভিবাসন বিভাগ আইনে ১৯৫৯/৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩ লঙ্ঘন করেছেন বলে জানায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

আটক অভিবাসীদের পরবর্তী তদন্তের জন্য দেশটির সেলাঙ্গর সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানায়নি কর্তৃপক্ষ।

এদিকে, দেশটিতে যদি কোন নিয়োগকর্তা অনিয়মিত অভিবাসীদের কাজে যোগ দেন তাহলে তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর অধীনে গ্রেপ্তার করা হতে পারে যেখানে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ৫০ হাজার রিঙ্গিত জরিমানা বা অনধিক ১২ মাসের কারাদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।

Continue Reading

অভিবাসন

কানাডায় বাংলাদেশি অভিবাসীদের ভয়াবহ চিত্র!

Published

on

টরন্টো শহরের ফুটপাতে এবং বাসস্ট্যান্ডে উদ্বাস্তুদের আশ্রয়স্থল

একদিকে কানাডার অর্থনৈতিক অবস্থা চরম অবনতি ঘটছে, অন্যদিকে দেশটিতে বিদেশি নাগরিক এসে হিমশিম খাচ্ছে। প্রতিদিনই বাড়ছে অভিবাসীর সংখ্যা। এদের মধ্যে শীর্ষ ১৫ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। চলতি বছর শরণার্থী আবেদন করেছেন প্রায় দেড় হাজার জন।

কানাডার ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ডের তথ্য মোতাবেক, চলতি বছর শরণার্থী সুরক্ষা চেয়ে বাংলাদেশ থেকে এসে কানাডায় আবেদন করেছেন ১ হাজার ৪২৩ জন। ২০১৬ সালে শরণার্থী হিসেবে বাংলাদেশিদের আবেদনের সংখ্যা ছিল ৪৫৩টি। ২০১৭ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭০৫টি। অন্যদিকে গত বছর এ সংখ্যা দাঁড়ায় ১ হাজার ২৯৪টিতে।

জানা গেছে, ২০১২ সালের ১৫ ডিসেম্বরের পর থেকে নতুন পদ্ধতিতে রিফিউজি প্রটেকশন ক্লেইমের (আরপিডি) তথ্য হালনাগাদ করছে কানাডা। তাতে ২০১৩ থেকে চলতি বছরের জুন পর্যন্ত মোট ৪ হাজার ৬৪২ জন বাংলাদেশি এ শরণার্থী হিসেবে আবেদন করেছে। এর মধ্যে ১ হাজার ৩০৬ জনের আবেদনের নিষ্পত্তি হয়েছে। তাদের মধ্যে শরণার্থী হিসেবে আবেদন গৃহীত হয়েছে ৯২৪ জনের। বাতিল হয়েছে ৪৬০ জনের। অপর্যাপ্ত তথ্য দিয়ে আবেদন হয়েছে ১৯টি। এছাড়া স্বেচ্ছায় প্রত্যাহার ও অন্যান্যের আওতায় রয়েছে ১০১টি আবেদন।

টরন্টো শহরের ফুটপাতে এবং বাসস্ট্যান্ডে উদ্বাস্তদের আশ্রয়স্থল

সম্প্রতি কানাডার উদার ভিসানীতির প্রেক্ষিতে দেশে এবং বিদেশের ভুয়া ইমিগ্রেশন চক্র, রিক্রুট এজেন্সি এবং প্রতারক আদম ব্যবসায়ীদের খপ্পরে পা দিয়ে দশ থেকে বিশ লাখ টাকা খরচ করে দশ বছরে মাল্টিপোল ভিসা নিয়ে প্রচুর ভিজিটর অ্যাসাইলাম নিয়েছেন এবং নিচ্ছেন। বেশিরভাগই বিরোধীদলের নেতাকর্মী হিসেবে এবং কেউ কেউ ভুয়া সমকামি দাবি করেও রিফুজি ক্লেইম করেছে বলে জানা গেছে। টরন্টোস্থ ড্যানফোর্থের বাংলা টাউনে গেলে নবাগতদের নানান কাহিনি শোনা যায় এবং চিত্র চোখে পড়ে।

এর মধ্যে পিয়ারসন এয়ারপোর্ট থেকে তিন বাংলাদেশি পরিবারকে কানাডায় ঢুকতে না দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। কারণ, এদের অফার লেটার ছিল জাল অথবা কেউ কেউ ইমিগ্রেশনে সঠিক জবাব দিতেও পারেননি, ইংরেজিতে অদক্ষতার কারণে।

যারা ভিজিট ভিসায় এসে শরণার্থী হিসেবে আবেদন করেছেন, তাদের অবস্থা খুবই শোচনীয়। কানাডায় গেলেই চাকরি, বাসস্থান, বেকার ভাতা, পি আর কার্ডের স্বপ্ন নিয়ে যারা এসেছেন, তারা এখন থাকা-খাওয়া-বাসস্থান-চিকিৎসা-চাকরির চরম সংকটে পড়ে ফুড ব্যাংক থেকে খয়রাতি খাবার নিচ্ছেন। সরকারের দেওয়া মাত্র কয়েক মাসের জন্য প্রদত্ত মাত্র সাতশ’ ডলারে বেকার ভাতায় বাসা ভাড়াও হচ্ছে না। এই দুঃসহ এবং উদ্বাস্তু জীবন যাপন করে সর্বস্ব খুইয়ে কেউ কেউ এরই মধ্যে দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন।

চলতি বছর কানাডায় শরণার্থী হিসেবে সবচেয়ে বেশি আবেদন এসেছে আফ্রিকার নাইজেরিয়া থেকে, ১৪ হাজার ১৬০টি। এছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্য থেকে ভারত থেকে ৮ হাজার ১৭৯ জন, পাকিস্তান থেকে ৩ হাজার ৮২২, শ্রীলঙ্কা থেকে ১ হাজার ১৫৩, আফগানিস্তান থেকে ৭৭৫, নেপাল থেকে ২৯৯ ও ভুটান থেকে দু’জন আবেদন করেছেন। বর্তমানে কানাডায় বাংলাদেশ থেকে শিক্ষার্থী হিসেবে গমনের সংখ্যাও অনেক বেড়েছে।

এছাড়াও বিগত ক’বছরে শিরিয়া, আফগানিস্তান, ইউক্রেইন থেকে সরকার হাজার হাজার শরণার্থী আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছে। ফলে বড় বড় শহরগুলোতে বাসস্থানের ব্যবস্থা চরম সংকটে পরিণত হয়েছেন। টরন্টো শহরে সেন্টার এমন কি গির্জায়ও জায়গা হচ্ছে না। টরন্টোতে হোমলেসেরা স্টেশন, ফুটপাত, বাসস্ট্যান্ড দখল করে নিয়েছেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে আসা শরণার্থীদের স্রোত কমাতে— এ বছর দেশটির সঙ্গে একটি চুক্তি করে কানাডা। এ চুক্তির পর যুক্তরাষ্ট্রের সীমান্ত দিয়ে কানাডায় শরণার্থী প্রবেশের সংখ্যা অনেক কমে যায়। উল্লিখিত চুক্তির ফলে কানাডায় শরণার্থীদের স্রোত অনেকটা থামানো গেছে।

এদিকে, আগামী দুই বছরে ৯ লাখ ৮৫ হাজার বিদেশি নাগরিককে স্থায়ী বাসিন্দার স্বীকৃতি দিতে যাচ্ছে কানাডা। ২০২৪ সালে ৪ লাখ ৮৫ হাজার ও ২০২৫ সালে ৫ লাখ মানুষকে তারা এই স্বীকৃতি দিচ্ছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক মন্ত্রী মার্ক মিলার।

ইমিগ্রেশন পরামর্শকেরা মনে করেন, যারা কানাডায় আসতে চান, তারা ভুয়া আদম ব্যবসায়ীদের ফাঁদে পা না দিয়ে সঠিক নিয়ম-নীতি মোতাবেক ইমিগ্রেশন নিয়ে আসা উচিত। কারণ, মাল্টিপোল ভিজিট ভিসা আর অভিবাসী ভিসা এক ক্যাটাগরি নয়। আগামী দুই বছরে ৯ লাখ ৮৫ লোক নেবে; তার মানে এই নয় যে, সব নাগরিক শুধুমাত্র বাংলাদেশ থেকে নেবে! এ বিষয়টিও কানাডায় ইমিগ্র্যান্ট ইচ্ছুকদের জানা একান্ত জরুরি।

Continue Reading

অভিবাসন

বাংলাদেশি শ্রমিকদের দুর্দশা লাঘবে ব্যবস্থা নেবে মালয়েশিয়া

Published

on

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের দুর্দশা লাঘবে ব্যবস্থা নেবে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। রোববার গোম্বাকের দেওয়ান রায়ায় গ্রাম্য কমিউনিটি ম্যানেজমেন্ট কাউন্সিলের (এমপিকেকে) তৃতীয় সিরিজ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মানবসম্পদমন্ত্রী ভি শিব কুমার।

চলমান নতুন কলিং ভিসায় বাংলাদেশ থেকে বহু কর্মী মালয়েশিয়ায় গিয়েছেন। এর মধ্যে অনেকেই এখনো কোনো কাজ পায়নি। মাসের পর মাস কর্মহীন অবস্থায় চরম বিপাকে পড়েছে এসব বাংলাদেশি। আয় না থাকায় ধারদেনা করে চলছে হচ্ছে। এমন অভিযোগ সত্ত্বেও কর্মহীন বাংলাদেশি শ্রমিকদের দুর্দশা লাঘবে তেমন কোনো পদক্ষেপ নেয়নি দেশটির কর্তৃপক্ষ।

সম্প্রতি অভিবাসী অধিকার কর্মী ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় অভিবাসন বিষয়ক বিশেষজ্ঞ অ্যান্ডি হল, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের দুর্দশার বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনে (ওএইচসিএইচআর) একটি চিঠি লিখেন। চিঠিতে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের বর্তমান পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেন তিনি।

এরপরই বাংলাদেশি শ্রমিকদের দুর্দশা লাঘবে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রী শিবকুমার বলেন, আমরা আমাদের দেশে জোরপূর্বক শ্রমের ঘটনা এড়াতে চাই এবং এই দেশে বাংলাদেশসহ কোনো বিদেশি কর্মী যাতে ঋণের বন্ধনে আটকা না পড়ে বা প্রতিকূল পরিস্থিতিতে না পড়ে তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়গুলো নিয়ে আমার মন্ত্রণালয় সিরিয়াস। কারণ আমি আইনের বাইরে যা কিছু ঘটছে তা এড়াতে চাই।

মানবাধিকার হাইকমিশনকে দেওয়া ওই চিঠিতে সংকীর্ণ বাসস্থান, দুর্বল স্যানিটেশন, সীমিত খাবার এবং ১৮ মাসেরও বেশি সময় ধরে অতিরিক্ত নিয়োগ ব্যয়ের কারণে কিভাবে তারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, তার বিশদ বিবরণ উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের পাশাপাশি খারাপ পরিবেশ, পাচার, অভিবাসী, দারিদ্র্য এবং ব্যবসা ও মানবাধিকার সম্পর্কিত ওয়ার্কিং গ্রুপ এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভিবাসন ও মানবাধিকার বিষয়ক সিনিয়র উপদেষ্টা পিয়া ওবেরয়ের কাছেও তিনি এসব নথিপত্র পাঠিয়েছেন।

তাতে অ্যান্ডি হল বলেছেন, মালয়েশিয়া সরকারের মতে দেশটিতে উৎপাদন ও পরিষেবা খাতে বর্তমানে প্রয়োজনের চেয়েও আড়াই লাখ বেশি বাংলাদেশি শ্রমিক রয়েছেন। কেস স্টাডি এবং মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে, আমি ইউএনএইচআরসিকে অবিলম্বে মালয়েশিয়ার পরিস্থিতি সমাধানে বিশেষ পদ্ধতি প্রয়োগ করার অনুরোধ জানিয়েছি।

নথিপত্রে তিনি আরও উল্লেখ করেছেন, এ ধরনের পরিস্থিতি কিভাবে ঘটতে পারে, তা খতিয়ে দেখার দায়িত্ব মালয়েশিয়ান সরকারের। এছাড়া অভিবাসী শ্রমিকদের নিয়োগ আবেদনগুলো যদি সঠিক হয়, তাহলে দেশটিতে অতিরিক্ত শ্রমিক থাকার কথা নয়। সেক্ষেত্রে এমন মানবিক বিপর্যয়ের সৃষ্টি হতো না। শ্রমিকদের স্বাক্ষরিত চুক্তি অনুসারে তাদের সম্পূর্ণ মজুরি পাওয়া উচিত এবং শ্রম আইন অনুযায়ী তাদের সব সুযোগ-সুবিধা দেওয়া উচিত।

নথিভুক্ত একটি অভিযোগের উদ্ধৃতি দিয়ে অ্যান্ডি হল জানান, অভিযোগ করা হয়েছে ৪০০ জন বাংলাদেশি শ্রমিকের থাকার ও খাবারের উপযুক্ত পরিবেশ নেই। স্বাস্থ্যসম্মত বাসস্থান না থাকায় তারা নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হচ্ছে।

একটি ঘরে প্রায় ১৪ জন আটকে থাকা শ্রমিকদের কাছ থেকে ভিডিও পাওয়া গেছে। যেখানে তাদের প্রত্যেককে খাবার কেনার জন্য ২০০ রিঙ্গিত প্রদান করা হয়েছে; যা দিয়ে মাত্র কয়েকদিন চলবে। আবার কোনো কোনো শ্রমিকের কাছে পাসপোর্ট অথবা কাজের ভিসা না থাকায় তারা কাজ করতে পারছে না। তারা অভিবাসন পুলিশের আতঙ্কে দিন পার করছেন।

Continue Reading

Trending

Copyright © 2017 Medialyf.com "Welcome to Medialyf.com, your ultimate destination for daily lifestyle inspiration and informative blog posts. We are dedicated to bringing you the latest trends, tips, and insights to enhance your everyday life. At Medialyf.com, we believe that a well-rounded lifestyle encompasses various aspects such as health, fitness, fashion, home decor, travel, and more. Our team of passionate writers and experts curate engaging content that will empower you to live your best life. Immerse yourself in a world of captivating articles, practical advice, and thought-provoking stories. Whether you're seeking advice on wellness routines, exploring new culinary delights, or looking for fresh fashion ideas, we've got you covered. Our goal is to inspire and motivate you to make positive changes, embrace new experiences, and unlock your true potential. Stay connected with us as we update our blog daily with exciting articles that cater to every facet of your lifestyle. From practical tips to unleash your productivity to discovering hidden gems in your city, Medialyf.com is your trusted companion on the journey towards a fulfilling and balanced life. We value our readers and aim to create a vibrant community where you can share your thoughts, experiences, and insights. Join us in the pursuit of knowledge, growth, and genuine connections. Remember to subscribe to our newsletter for exclusive content, special offers, and the latest updates delivered directly to your inbox. Follow us on social media platforms to stay connected with the Medialyf.com community and participate in engaging discussions. Thank you for visiting Medialyf.com, where lifestyle meets inspiration. Explore, engage, and embark on an incredible journey of self-discovery and personal growth with us. Together, let's embrace a life that's vibrant, meaningful, and truly extraordinary."